পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-14 03:21:56

ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেনেই শিডিউল বিপর্যয় ঘটেছে। ফলে নির্ধারিত সময় থেকে তিন থেকে চার ঘণ্টা দেরিতে ছেড়ে যেতে পারে এ অঞ্চলের ট্রেনগুলো। এছাড়া বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী সবগুলো ট্রেনের সময়মতো ছেড়ে যাচ্ছে ‌।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বিমানবন্দর স্টেশন ঘুরে এসব চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২৮ মিনিটে ছাড়ার কথা থাকলেও তিন ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ৯টায় ছেড়ে যেতে পারে বলে জানা যায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পার হয়ে গেলেও এখনো এসে পৌছায়নি বিমানবন্দর স্টেশনে, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা দেরিতে অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ছেড়ে যেতে পারে। রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ২৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে সকাল ১১টায় ছেড়ে যেতে পারে। লালমনিরহাটগামী লালমনি ঈদ স্পেশাল ৯টা ৪২ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো ঢাকায় আসেনি ট্রেনটি।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী রাসেল আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আজকে ট্রেনের শিডিউলে পুরোপুরি বিপর্যয় ঘটেছে। সকাল থেকে পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন যথা সময়ে ছেড়ে যাচ্ছে না। এর ফলে সাধারণ যাত্রী হিসেবে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিমানবন্দর স্টেশনের তুলনাই যাত্রীর চাপ অনেক বেশি ফলে মানুষের দাঁড়ানোর জায়গা নেই।'

শিডিউল বিপর্যয়ের বিষয়ে বিমানবন্দর ও রেল স্টেশনের স্টেশন মাস্টার মরণ চম্পা দাস বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'গত দু'দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। প্রতিটা ট্রেন স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপের কারণে নির্দিষ্ট সময়ের বেশিক্ষণ বিরতি দিতে হচ্ছে। ফলে ট্রেনগুলো ঢাকায় আসতে অনেক সময় লাগছে এবং ঢাকা থেকে ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ট্রেনগুলো যথাসময়ে ছাড়ার জন্য।'

এ সম্পর্কিত আরও খবর