শুক্রবার বিকালে বাড়বে পশু কেনাবেচা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 06:16:54

ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। শুক্রবার (৯ আগস্ট) বিকাল থেকে পশু কেনাবেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

শুক্রবার দুপুরে গাবতলীর গরুর হাট ঘুরে দেখা গেছে, বিক্রেতারা অনেকটা অলস সময় পার করছেন। এখনো পুরোপুরি জমে উঠেনি বেচা-বিক্রি। ক্রেতারা হাটে এসে পশু দেখছেন এবং দরদাম করছেন। কেউ কেউ বলছেন পশু কিনবেন কাল শনিবার।

বাগেরহাট থেকে গরু নিয়ে আসা শহিদুল মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘১৬টি গরু এনেছি, এখনো একটি গরুও বিক্রি হয়নি। বিকালে বেচাকেনা কিছু হইতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কোনো গরুর দাম বলেনি কেউ।’

মিরপুর-১০ থেকে পশু কিনতে আসা চাকরিজীবী সামসুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এখনো গরুর অনেক দাম চাইছেন বিক্রেতারা। কিন্তু এতো দাম হবে না গরুর। কারণ হাটে অনেক গরু, দাম কমবেই। গতকাল রাতেও গরু দেখে গেছি। আজও আসলাম, কিন্তু তারা দাম চাইছেন বেশি।‘

গাবতলী পশুর হাট পরিচালনা কমিটিরর সদস্য সানোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গরুর হাট আজ থেকেই জমজমাট হওয়ার কথা। আশা করছি বিকাল থেকেই জমে উঠবে পশুর হাট। কাল পরশু সবচেয়ে বেশি পশু বিক্রি হবে বলে আশা করি।’

এ সম্পর্কিত আরও খবর