কাশ্মীর ইস্যুতে জলঘোলা করলে কঠোর ব্যবস্থা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 12:05:47

‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই। আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা খুব বেশি না। তারপরেও এ বিষয়ে দেশের কেউ জলঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’— এমন হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, কাশ্মীর ইস্যুতে দেশের অভ্যন্তরে উগ্রবাদে বিশ্বাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে, আমার এমন মনে হয় না। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই। আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা খুব বেশি না। তারা সার্বক্ষণিকভাব আমাদের নজরদারিতে রয়েছে। তবুও কেউ যদি জলঘোলা করতে চায়,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক (সিও) হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়ে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বলেন, আমাদের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। যদি কারো কাছে কোন তথ্য থাকে তাহলে আমাদের জানাবেন। আসলে, অনেক মানুষকেই তো খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াটা শুধু বাংলাদেশে নয়, আমেরিকা-বৃটেন-ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়াটা মানেই কোন বাহিনীর ব্যর্থতার বিষয় নয়। নিখোঁজ হওয়ার অনেক কারণ থাকতে পারে।

ঈদ নিরাপত্তার বিষয়ে র‌্যাব ডিজি বলেন, সামনেই ঈদুল আজহা এবং ১৫ আগস্ট। এ দুই বিষয়কে মাথায় রেখে আমরা আলাদা আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর