ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 20:58:33

আর মাত্র দুদিন পর ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা সাধ্য অনুযায়ী মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন। ইতোমধ্যে পশুতে পরিপূর্ণ রাজধানীর গরুর হাটগুলো। তারপরেও এখনো ট্রাকে ট্রাকে পশু আসছে হাটগুলোতে।

রাজধানীর গরুর হাটগুলো ঘুরে দেখা গেছে, গরু, মহিষ, ছাগল, ভেড়ায় অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে হাটগুলো, অনেক হাটে রয়েছে উট, দুম্বাও। পর্যাপ্ত সরবরাহ হওয়ায় এবার কোরবানির পশুর দাম সহনীয় হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখনো গরু বোঝাই ট্রাক হাটে আসছে। বিক্রেতারা বলছেন, আরও অনেক ট্রাক গরু পথে আছে। কালও গরুর ট্রাক আসবে।

বরিশাল থেকে ২১টি গরু নিয়ে আসা জালাল মুন্সি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমগো আরও গরু আইবো। এইগুলা বেচতে পারলে কালকেই আরও ২০টা গরু আইবো। মনে অইতাছে আইজকাও অনেক গরুর বেচা অইব।'

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে গাবতলী, যাত্রবাড়ী, কমলাপুর হাট ঘুরে দেখা গেছে, প্রত্যেক হাটেই ট্রাক বোঝাই গরু আসছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক হাটে গরু রাস্তা পর্যন্ত চলে গেছে।

যাত্রাবাড়ী গরুর হাটে গিয়ে দেখা গেছে, কাজলা, শনির আখড়ায় গরু রাখার জায়গা সংকুলান না হওয়ায় দনিয়াতেও গরু রাখা হয়েছে। এছাড়াও গোয়ালবাড়ি মোড়, রসুলপুর এলাকায়ও গরু রেখেছেন ব্যাপারীরা। এছাড়া আরও গরু আসবে বলে জানিয়েছেন তারা।

গরুর ব্যবসায়ীরা জানান, এবার হাটে পর্যাপ্ত পশু উঠেছে। এবার দেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার কারণে মানুষ পশু বিক্রি করে দিচ্ছেন, ফলে আরও গরু আসবে। ফলে এবার দামও থাকবে সহনীয়।

এ সম্পর্কিত আরও খবর