ফেরিতেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঢাকা, জাতীয়

খন্দকার সুজন হোসেন ও সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 05:33:49

পাটুরিয়া ঘাট থেকে: সময় যত ঘনিয়ে আসছে ততই পাটুরিয়া ঘাটে বাড়ছে ঈদে ঘুরমুখো মানুষের চাপ। এবারের ঈদে যাত্রীদের নদী পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রয়েছে ২০ টিকরে ফেরি ও লঞ্চ।

আরও পড়ুন: দূরপাল্লায় ভোগান্তি, লোকালে শান্তি

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে যারা লোকাল বাস সার্ভিসে পাটুরিয়া ঘাটে আসছেন তারা খুব দ্রুতই পার হতে পারছেন নদী। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে পারছে না লঞ্চ। ফলে যাত্রীরা লঞ্চ ছেড়ে এখন তারা ফেরিতে উঠছে। প্রতিটা ফেরি এখন লোকাল বাসের যাত্রীদের দখলে।

কুষ্টিয়াগামী যাত্রী সাংবাদিক রফিক আরেফিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘প্রথমে আমি লঞ্চ ঘাটে গিয়েছিলাম। কিন্তু লঞ্চ ঘাট কর্তৃপক্ষ মাইকে প্রচার করছে আপাতত ঘাটে কোন লঞ্চ নাই, আপনারা ফেরিতে যান। এজন্য আমি ফেরিতে উঠেছি।’

পাটুরিয়া লঞ্চ ঘাটের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঈদ উপলক্ষে এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। কিন্তু আজ সকাল থেকেই ঘাটে প্রচুর যাত্রীর চাপ বেড়েছে। এখান থেকে একসাথে সবগুলো লঞ্চই যাত্রী ভরে দৌলতদিয়া উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর