সকালের যাত্রীরা বিকালেও বাসের অপেক্ষায়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-21 11:01:57

এবার ঈদযাত্রায় বাসের শিডিউল বলে কিছু নেই বলে অভিযোগ যাত্রীদের। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলোর শিডিউল ভেঙে পড়েছে। তারপর আবার মহাসড়কে তীব্র যানজটে বাসগুলো ঠাঁয় দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা।

শনিবার (১০ আগস্ট) দুপুরের পরে সরেজমিনে দেখা যায়, রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের জটলা। শনিবার ভোরে যাদের বাস ছেড়ে যাবার কথা, সেই যাত্রীরা এখনো কাউন্টারে বসে হাই হুতাশ করছেন। তারা এখনো জানেন না, কখন রাজধানী ছাড়বেন।

প্রত্যেকটা বাস কাউন্টারের সামনের জায়গায় তাবুর নিচে চেয়ার পেতে বসে আছেন যাত্রীরা। ছোট শিশু, নারী, পুরুষ নির্বিশেষে এই দুর্বিষহ পরিস্থিতি পার করছেন।

ছোট শিশুদের ঘুম পাড়িয়ে আর বিভিন্ন গল্প শুনিয়ে শান্ত করে রাখছেন মা-বাবারা। অনেকে আবার রীতিমতো গ্রুপ তৈরি করে আড্ডাতে মেতে উঠেছেন। তবে তাতে কী, সবার অপেক্ষা তার কাঙ্ক্ষিত গাড়িটির জন্য।

নওগাঁর যাত্রী আয়েশা বেগম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, চাইলেও আর বাসায় ফিরে যেতে পারছি না। তা না হলে এত দুর্ভোগ নিয়ে যাত্রা করতাম না। একদিকে আমার অপেক্ষা, অন্যদিকে বাড়ির মানুষের অপেক্ষা।’

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের ৫০ কিলোমিটারে যানজট

একই কথা বলেন হানিফ পরিবহনের বগুড়ার যাত্রী সজিব আহমেদ। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ভোর ৫টার গাড়ি দুই ঘণ্টা, তিন ঘণ্টা পরে আসবে আসবে বলা হচ্ছে। কিন্ত প্রায় ১০ ঘণ্টা হতে চলছে। গাড়ির দেখা এখনো মিলল না।’

তিনি বলেন, ‘মহাসড়কে যানজট তো আছেই। তাছাড়া পরিবহনে যারা কাজ করেন, তারা প্রচুর মিথ্যা কথা বলেন। আমরা সঠিকভাবে জানতে পারছি না, আমাদের যাত্রা শুরু হবে কখন।’

তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তারা নিরুপায়। তারাও চান যাত্রীদের সঠিক সময়ে বাসায় পৌঁছে দিতে। কিন্তু মহাসড়কের যে অবস্থা তাতে সমস্ত শিডিউল ভেঙে পড়েছে।

জানতে চাইলে এনা ট্রান্সপোর্টের কল্যাণপুর কাউন্টারের টিকিট ম্যানেজার তারেক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গাড়িগুলো কোনোভাবে টাঙ্গাইল পার হতে পারলেই ঢাকায় চলে আসত। কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। তবে ঢাকায় গাড়িগুলো ফিরে আসলেই কিন্ত সমাধান না। রাজধানী ছেড়ে গন্তব্য পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে সাত-আট ঘণ্টা করে বেশি সময় লাগছে। এখানে আমাদের কারো হাত নেই।’

আরও পড়ুন: টাঙ্গাইলে ঠাঁয় দাঁড়ানো সেতুমুখী যানবাহন

এ সম্পর্কিত আরও খবর