কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:54:24

রাজধানীতে কোরবানির জন্য নির্ধারিত স্থানের পাশাপাশি রাস্তা-ঘাট ও অলিগলিতে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দিন সোমবার (১২ আগস্ট) দুপুর থেকেই কাজ শুরু করেছে তারা।

দুপুরে মতিঝিল, ফকিরাপুল এবং গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, জবাইকৃত কোরবানির পশুর বর্জ্যগুলো পরিষ্কার করছেন নগরবাসীরাই। গরু, মহিষ, ছাগলসহ জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন তারা। চামড়া আলাদা জায়গায় রাখার পর পশুর ভুঁড়ির ময়লা পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছেন। সিটি করপোরেশনের কর্মচারীরা এই ময়লাগুলো নির্ধারিত ডাস্টবিনে করে নিচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী এনাম আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ওপরের নির্দেশনায় কাজ শুরু করেছি। গত রাতে মতিঝিল, কমলাপুর এলাকার কোরবানির পশুর হাটের ময়লা পরিষ্কার করেছি। দুপুরের পর থেকে জবাইকৃত পশুর ময়লা পরিষ্কার করছি।’

এবার ঈদে ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন পশু কোরবানির জন্য মোট ৬৪৫টি স্থান নির্ধারণ করেছে। এই স্থানগুলোর পাশাপাশি নগরীর প্রতিটি অলিগলিতে পশু জবাই করা হয়েছে। জবাইকৃত পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়ররা।

গুলশান-১ এলাকায় ময়লা-বর্জ্য পরিষ্কারকারী মিন্টু ঘোষ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘মেয়রের কড়া নির্দেশ, ময়লা দেখার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। তা না হলে চাকরি থাকবে না, তাই কাজ করছি।’

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বুধবার) নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে মেয়র সাইদ খোকন বলেছিলেন, ‘আপনারা গতবছর ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করে পরিচ্ছন্ন শহর নগরবাসীকে উপহার দিয়েছিলেন। এবারো আমরা ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বর্জ্য পরিষ্কার করব। কারণ আমরা জনগণের কাছে যা ওয়াদা করি তা অক্ষরে অক্ষরে পালন করি।’

সাঈদ খোকন আরও বলেছিলেন, ‘কোথাও পরিচ্ছন্ন কর্মী না থাকলে, যদি বর্জ্য পড়ে থাকতে দেখেন, তাহলে আমাদের করপোরেশনের হট লাইন ০৯৬১১০০০৯৯৯ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পরিচ্ছন্নতা কর্মী গিয়ে ময়লা পরিষ্কার করে দেবে। আপনারা পাশে থাকেন, আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দেব।’

এ সম্পর্কিত আরও খবর