ঈদের রাতেই অন্ধকারে রংপুর

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-27 02:11:50

ঈদুল আজহার প্রথম দিন রাত থেকে অন্ধকারে ডুবে আছে পুরো রংপুর জেলা। অসহ্য গরম আর হঠাৎ টানা তিন ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে হাঁপিয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রংপুরের আট উপজেলাতে শোডশেডিং দেখা দেয়। তবে কী কারণে হঠাৎ এমন লোডশেডিং, তা নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎ বিভাগ।

এদিকে হঠাৎ করে এমন লম্বা লোডশেডিংয়ে অন্ধকারে ছেয়ে গেছে রংপুর। কোনো প্রস্তুতি না থাকায় বিপাকে পড়েছে চামড়ার আড়তদার ও ছোট ছোট ব্যবসায়ীরা।

এ রিপোর্ট লেখার সময় (রাত দেড়টা, মঙ্গলবার) পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে জানতে নেসকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য জানা যায়নি।

তবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নোসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট সৃষ্টি হয়েছে। যান্ত্রিক সমস্যার কারণে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

লোডশেডিং বন্ধসহ দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জাতীয় গ্রিডে মেরামত কাজ চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর