ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 08:35:28

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সারাদেশে পশু কোরবানি চলছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকায় অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঈদের দিন কসাই না পাওয়ায় আর পারিবারিক সিদ্ধান্তের কারণে অনেকে কোরবানি করেননি। তাই মঙ্গলবার কোরবানি দিচ্ছেন তারা।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।

পুরান ঢাকার হোসনি দালান এলাকার শামিম পাটোয়ারি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আমরা সব সময় ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিই। আমার বাবা জীবিত থাকতেও দ্বিতীয় দিনে দিত। এটা আমাদের ঐতিহ্য বলতে পারেন।’

শনির আখড়ার বাসিন্দা মুজিবর রহমান বলেন, ‘ঈদের দিন কসাই পাওয়া যায় না। পেলেও অনেক টাকা চায়, তাই দ্বিতীয় দিনেই কোরবানি দিই। আর প্রথম দিন রাস্তায় জবাই করা সমস্যা, দ্বিতীয় দিনে এই ঝামেলা থাকে না।’

দনিয়া বাজার এলাকার কসাই আবুল মিয়া বলেন, ‘গতকাল তিনটা কোরবানির গরুর কাজ করছি। অনেকেই কইছিল, কিন্তু সময় দিতে পারি নাই। আজকেও দুইডা কাজ আছে, ওইগুলা করুম। ঈদের পরের দিন চাপ কমই থাকে।’

এ সম্পর্কিত আরও খবর