খুমেকে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-31 08:15:16

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল (৩২) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ।

রাসেল নামে ওই যুবক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি রাজধানীর রমনা পার্কে ক্লিনারের কাজ করতেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। রাসেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ঈদের আগের দিন রোববার (১১ আগস্ট) তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি। রাসেল ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল।

খুলনার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। খুলনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪২ জন।

এ সম্পর্কিত আরও খবর