চামড়ার দাম কম, ব্যবসায়ীদের দুষলেন বাণিজ্যমন্ত্রী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-28 10:31:55

কোরবানির পশুর চামড়ার দাম কম হওয়ায় পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুর মহানগরীর নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমরা যখনই কোনো উদ্যোগ গ্রহণ করি, তখনই ব্যবসায়ীরা সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছে। এবার চামড়ার দাম নিয়ে যা হয়েছে, তা দুঃখজনক। এটা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। একারণেই আমরা কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিয়েছি।'

টিপু মুনশি আরও বলেন, 'চামড়া শিল্পকে বাঁচাতে আমরা সব সময় উদ্যোগী। কিন্তু কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্তে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছে। আজ (বুধবার) তারা নিজেরা সভা ডেকেছেন, দেখি তারা কী সিদ্ধান্ত নেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব। তবে কোনোভাবেই চামড়া শিল্পকে আমরা ধ্বংস করতে দিতে পারি না।'

এ সম্পর্কিত আরও খবর