রাজশাহীর ৮ জেলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-28 01:58:54

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৬ জন। যার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোগী মারা গেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথা আচার্য বুধবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঈদের ছুটি শুরুর পর থেকেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে ১৩৫ জন আক্রান্ত হয়েছেন।'

ডা. গোপেন্দ্রনাথ আচার্য বলেন, 'রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৪২৯ জন রোগী সেবা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে আট জেলার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১৭ জন।'

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৭৮ জন রোগী ভর্তি হন। রামেকে সোমবার (১২ আগস্ট) একজন যুবক মারা যান। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন।

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৪৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

পাবনা: গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৮৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। এদের মধ্যে বুধবার একজন যুবক মারা যান।

নাটোর: গত ২৪ ঘণ্টায় নাটোর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন আটজন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১০২ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ভর্তি হন ১০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন।

নওগাঁ: গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ২০ জন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১২৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।

জয়পুরহাট: গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন তিনজন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৭ জন। হাসপাতালে ভর্তি আছেন চারজন।

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৩২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২৭০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

এ সম্পর্কিত আরও খবর