সাড়ে ৩ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফিরছে ২২ আগস্ট

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 06:53:26

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আগামী ২২ আগস্ট থেকে স্বদেশে ফিরতে শুরু করবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া সাড়ে ৭ লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব ইউ মিন্ট বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিয়ানমার ও বাংলাদেশ ২২ আগস্ট ৩,৫৪০ জন রোহিঙ্গার স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে একমত হয়েছে।

এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ২৭ জুলাই কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে আসে মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল।

মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব ইউ মিন্ট থু তিন সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর ‘জাতিগত নিধনযজ্ঞ’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে সেই সময় নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাড়ে ৭ লাখ মানুষ। এরও আগে ১৯৮২ সাল থেকে নির্যাতনের হাত থেকে বাঁচতে দলে দলে বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেয় আরও প্রায় ৩ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের বেশি।

সম্প্রতি প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ২২ হাজার রোহিঙ্গার নামের তালিকা পাঠানো হয়। তার মধ্য থেকেই ৩,৫৪০ শরণার্থী আগামী ২২ আগস্ট স্বদেশে প্রত্যাবর্তন করবে।

এ সম্পর্কিত আরও খবর