যানজট এড়াতে ছুটি থাকতেই রাজধানীতে ফিরছে মানুষ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 07:43:34

রাজধানীতে ফেরা অধিকাংশ মানুষের হাতে এখনো দুই একদিন করে ছুটি আছে। ঈদযাত্রার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে চায় না রাজধানীতে ফেরা মানুষগুলো। তাই ছুটি থাকতেই যানজটমুক্ত মহাসড়ক দিয়ে ঢাকা ফিরছে তারা।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল মোড়, কল্যাণপুরে রাজধানীতে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে আসা বিভিন্ন পরিবহনের গাড়িভর্তি মানুষ রাজধানীতে নামছে। যাবার সময় যতটা উৎসাহ উদ্দীপনা তাদের মুখে লেগেছিল, আসার পথে সেটি নেই, এ যেন উদ্দামহীন যাত্রা। তবে যানজট না থাকায় সবার মুখে স্বস্তির ছাপ।

জানতে চাইলে রংপুর-ঢাকা হানিফ পরিবহনের যাত্রী মোদাচ্ছের বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আমার অফিস রোববার থেকে কিন্তু যাওয়ার পথে যে অভিজ্ঞতা হয়েছে, সে অভিজ্ঞতা যেন আর না হয়, এজন্য দ্রুতই চলে আসলাম। আসার পথে মহাসড়কের স্বস্তি ছিল। স্বাভাবিক সময় যেভাবে আসতাম সেভাবেই আসতে পেরেছি।’

একই অভিজ্ঞতার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী শারমিন। তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঈদে বাড়ি ফেরার দিন টাঙ্গাইলে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম পাঁচ ঘণ্টা। সে রকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য দ্রুত ঢাকা ফিরলাম। তবে চাইলেও আর কয়েকদিন থেকে আসতে পারতাম। যানজটের ভয়ে সে সাহস হয়ে উঠেনি।’

এদিকে এবার ঈদের পরে সারাদেশে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। ফেনীতে গাছের সাথে ধাক্কা লেগে বনভোজনের বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষে চার জন নিহত ২১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

দ্রুত ঢাকা ফেরা যাত্রীদের মধ্যে আবার কেউ কেউ দুর্ঘটনার কথা মাথায় রেখে দ্রুত এসেছেন বলে জানাচ্ছেন।

নওগাঁ থেকে ঢাকা আসা বেসরকারি চাকরিজীবী মুশফিক বলেন, ‘সাধারণত ঈদের এই সময়টাতে দুর্ঘটনার ঘটে। যেহেতু এখনও ঐভাবে চাপ পড়েনি। রাস্তা ফাঁকা আছে, এজন্য দ্রুতই ঢাকা ফিরলাম। যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হতে হয়। তারপরও তো দেখছি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে।’

এ সম্পর্কিত আরও খবর