ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, হতাহতের শঙ্কা!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 09:07:01

রাজধানীর মিরপুর-৭ নম্বরে চলন্তিকা মোড় সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১১৫ জন ফায়ার ফাইটার ২০টি ইউনিট নিয়ে কাজ করেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

আগুনের সূত্রপাত হওয়ার সাড়ে তিন ঘণ্টায় মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিটি। স্বজনরা অভিযোগ করছেন, তাদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে হতাহতের আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ইতোমধ্যে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের ইনফরমেশন ডেস্ক বলছে, একজন ফায়ার ফাইটারসহ তিনজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কায় আরও অ্যাম্বুলেন্স যোগ হচ্ছে।

অন্যদিকে উৎসুক জনতাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁশি শব্দ আর হ্যান্ড মাইকে ঘোষণার পরও এলোপাথাড়ি ঘোরাফেরা করছেন অনেকেই। যার ফলে আগুন নিয়ন্ত্রণের কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন সংস্থাগুলো।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মিরপুর ৭ নম্বর সেকশনে চলন্তিকা মোড় সংলগ্ন বস্তিটিতে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর লিটন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ঘটনাস্থলে আমাদের ২০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে এর বেশি তথ্য নেই আমাদের কাছে। কিছুক্ষণ পর বিস্তারিত তথ্য জানানো যাবে।

এ সম্পর্কিত আরও খবর