রমেকে কমেছে ডেঙ্গু রোগী, বর্তমানে ভর্তি ১০৪

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-29 03:48:26

ঈদের পর থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৫ জন। চিকিৎসা নিয়ে চলে গেছে ১৩ জন।

শনিবার (১৭ আগস্ট) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান।

তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১০৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৫ জন। আর চিকিৎসা নিয়ে চলে গেছে ১৩ জন।

ডা. শাহাদুজ্জামান জানান, গত ১৯ জুলাই থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৪৬৯ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে চলে গেছে ৩৬৪ জন। দিন দিন রোগীর সংখ্যা কমে আসছে।

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার লার্ভা ধ্বংস অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তিনি।

এদিকে গত ৬ আগস্ট ও ৯ আগস্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর