ঈদযাত্রায় কিছুটা সমস্যা হলেও মানুষ অভ্যস্ত: কৃষিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-18 08:42:42

সারাদেশে ঈদযাত্রায় কিছুটা সমস্যা হলেও সাধারণ মানুষ এর সঙ্গে অভ্যস্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ককালে তিনি এ মন্তব্য কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, 'ঈদ যাত্রায় সারাদেশে যাতায়াতে কিছু সমস্যা হয়েছে। সাধারণ মানুষ এর সঙ্গে অভ্যস্ত। তারা এটি মোকাবিলা করে। এর ফলে তাদের আনন্দে ঘাটতি থাকে না। নানা সমস্যার মধ্যেই কাজ করতে হয়।'

তিনি বলেন, 'কলকাতায় উৎসবে বস্তির মানুষও আতশবাজি করে। কিন্তু এতে কি তাদের জীবন যাত্রার পরিবর্তন হবে? তারপরও তারা আনন্দ করছে। এই জন্যই বলা হয় সিটি অব জয়। এভাবেই মানুষ সমস্যার মোকাবিলা করে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ সবকিছুর মধ্যেই আনন্দ করে। ঈদে যাতায়াতে টাঙ্গাইলে ১০ ঘণ্টা লেগেছে যেতে। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু আশা করি সবারই ঈদ ভালো হয়েছে।'

ড. আব্দুর রাজ্জাক বলেন, 'জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি অনেককে উসকে দিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ৭৫-এ যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তা পূরণের জন্য সেই সরকার কাজ করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকে বিভিন্ন দেশে পালিয়ে আছেন। মানবতার কথা বলে তারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন।'

তিনি আরও বলেন, 'একটি ষড়যন্ত্রের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়ছিল। এটি ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার যে চেতনা, সেটি ধ্বংস করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের উৎস ছিল।'

এ সম্পর্কিত আরও খবর