রাজধানীতে ১৫৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 12:10:10

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৭৫টি মোটরসাইকেল আটক করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

বোরবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মোটরসাইকেল ছাড়াও ট্রাফিক আইন অমান্যকারী অন্যসব গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চার হাজার ৭৮০টি মামলা করা হয়েছে। এতে মোট ২১ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব অভিযানে ২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৯৩টি গাড়ি রেকার করা হয়।'

অন্যদিকে ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মোটরসাইকেল ছাড়া অন্য মামলার মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৭১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য একটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৪৬টি, বিভিন্ন স্টিকার ব্যবহারের দায়ে একটি গাড়ি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য আটটি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

গত ২৪ ঘণ্টায় ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর