সব হারালেও মিলছে না সহযোগিতা

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 01:03:22

রাজধানী ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানার চলন্তিকা মোড় এলাকার ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানের বাসিন্দারা। তবে ঘটনার তিনদিন পার হলেও কোনও ধরনের সহযোগিতা দেওয়া হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। তারা জানিয়েছেন, আগুনে সব পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব। এই মুহূর্তে তাদের কাছে কোনও টাকা নেই, থাকার জায়গা নেই, পাচ্ছেন না কোনও সহযোগিতাও।

 

রোববার (১৮ আগস্ট) সকালে পুড়ে যাওয়া বস্তিতে গেলে সেখানের বাসিন্দারা এ অভিযোগ করেন। তাদের দাবি, সেখানে প্রায় তিন হাজার লোকের বসতি ছিল। প্রতিটি ঘর পুড়ে ছাই হয়েছে। কেবল ঘরের পোড়া টিন আর বাঁশের খুঁটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই।

 

ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী মোহাম্মদ বাদশা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'এই বস্তিতেই ছোট থেকে বড় হয়েছি। তিন মাস হল ৬০ হাজার টাকা ঋণ নিয়ে এবং নিজের জমানো কিছু টাকা দিয়ে মুদির দোকান দিয়েছিলাম। শুক্রবার আগুনে দোকানসহ আমার ঘরবাড়ি শেষ হয়ে গেছে। একদিকে ঋণের বোঝা অন্যদিকে সব হারিয়ে পথের ফকির আমি।'

 

তিনি আরও বলেন, 'গত তিনদিন ধরে নিয়মিত খেতেও পারছি না। কেউ সামান্য সহযোগিতাও করছেন না। এ অবস্থায় সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা আশা করছি।'

ঘর পুড়ে বাস্তুহারা হওয়া সমিরন খাতুন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমাদের সর্বস্ব চলে গেছে। কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝছে না। আজ তিনদিন ধরে বড় বড় স্যাররা আসছেন, দুটো কথা বলছেন, মেশিন দিয়ে ছবি তুলছেন আর চলে যাচ্ছেন। বেলা শেষে আমাদের কিন্তু না খেয়েই থাকতে হচ্ছে। আমাদের মতো গরীব বস্তিবাসীদের কথা কেউ ভাবে না।’

 

আরেক ভুক্তভোগী আব্দুল লতিফ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমার মেয়ে বিদেশে থাকতো। কয়েকদিন আগে স্বর্ণের গহনা ও নগদ টাকা নিয়ে বাড়ি এসেছে। সেগুলো আমাদের ঘরেই রাখা ছিল। শুক্রবারের আগুনে ঘরে থাকা মূল্যবান এসব সম্পদ ছাড়াও খাট, আলমারি, টিভি, ফ্রিজ পুড়ে গেছে। এখন পোড়া স্তূপে ওইসব গহনা ও টাকা খুঁজছি।'

বস্তির বাসিন্দা ও এসএসসি পরীক্ষার্থী মো. রনি দুঃখ প্রকাশ করে জানান, সোমবার থেকে তাদের স্কুল খুলবে। সামনে এসএসসি পরীক্ষা। কিন্তু বইপত্র, চেয়ার-টেবিল পুড়ে যাওয়ায় পড়াশুনা করতে পারছে না। অনেক মানুষ আসলেও তাদের কেউ সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেন তিনি।

 

এদিকে রোববার সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও ঢাকা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন ক্ষতিগ্রস্তদের সহায়তায় পৃথকভাবে কাজ করছে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর