জাইকার ১৫০টি বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি অযত্নে

, জাতীয়

সুজিৎ নন্দী, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-12-22 20:29:20

ঢাকা: অকার্যকর ও অযত্নে পড়ে আছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া দেশের তিনটি সিটি কর্পোরেশনের ১৫০টি বর্জ্য ব্যবস্থাপনা গাড়ি।

এর মধ্যে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৬টি, ঢাকা উত্তরের (ডিএনসিসি) ৫৬টি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনের (সিসিসি) ৩৮টি গাড়ি পড়ে আছে। বর্জ্য ব্যবস্থাপনার কাজ কবে শুরু হবে সর্বশেষ শনিবার (২৬ মে) পর্যন্ত জানা যায়নি।

 

স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ প্রকল্পের কাজ শুরু হয়। ১৬০ কোটি টাকা ব্যয়ে জাইকা নগর পরিচ্ছন্নতার জন্য সরকারের স্থানীয় বিভাগের কাছে হস্তান্তর করে। এ জন্য সরকারের কাষ্টমস্ ডিউটি বাবদ ৪ কোটি টাকা দিতে হয়েছে।

এ প্রকল্পের পরিচালক ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ মো: মাইন উদ্দিন জানান, আপাতত এ গাড়ীগুলো চালু করা যাচ্ছে না। ঈদের পরে চালকদের ট্রেনিং চালু হতে পারে। পুরোপুরি প্রশিক্ষণ শেষ হওয়ার পরে এ প্রকল্প উদ্বোধন হবে। খুব শীঘ্রই ডিএনসিসিতে প্রশিক্ষণ হবে বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর