এডিসের লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:05:38

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ আগস্ট) মহাখালী ওয়্যারলেস গেটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে সরেজমিনে পরিদর্শন শেষে মেয়র মো. আতিকুল ইসলাম জরিমানার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর মো. নাসির, আলেয়া সারোয়ার ডেইজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার, অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ।

জানা যায়, পারটেক্স গ্রুপের ভেতরে গরুর খামার। সেই খামারের পেছনে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক কন্টেইনার, পরিত্যক্ত মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসে ভেতরে এডিস মশার লার্ভার উপস্থিতি পান তারা। এরই প্রেক্ষিতে তাদেরকে সর্তক করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে পারটেক্স গ্রুপের গেটের বাইরে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল রোববার (১৮ আগস্ট) এখানে সিটি করপোরেশনের লোক আসছিল, তাদের ঢুকতে দেয়নি। তারা ওষুধ ছিটাতে চেয়েছিল। পরে মেয়রে উপস্থিতিতে তাদের জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর