বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের অনতিদূরেই ময়লার ভাগাড়!

, জাতীয়

সুজিৎ নন্দী | 2023-08-11 02:34:55

ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর থেকে ১৫০ মিটার দূরে রাসেল স্কোয়ারের পশ্চিম কোনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

এ নিয়ে ডিএসসিসিতে একাধিকবার অভিযোগ ও এলাকাবাসী থেকে প্রতিবাদ করলেও এর কোন প্রতিকার হয়নি। গত সাত বছর যাবত একই অবস্থা চলছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে শতাধিক পর্যটকরা এসে বিব্রত বোধ করে ডাস্টবিনটির কারণে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, খুব শিঘ্রই সরিয়ে ফেলা হবে।

একাধিক পর্যটক জানান, এ নিয়ে স্মৃতি জাদুঘর কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি।

চীফ ওয়েষ্ট ম্যানেজমেন্ট অফিসার দেশে না থাকায় সহকারি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, দ্রুত কাজ করছি। খুব শিঘ্রই সমাপ্ত হবে। গত সাত বছর যাবত কেন পরিস্কার করা হয়নি এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।

সরেজমিনে দেখা যায়, গড়ে আটটি থেকে দশটি ময়লার কন্টেইনার সব সময় থাকে সেখানে। শুধু এখানেই শেষ নয়, নিয়মিত পরিষ্কার করা হয় না জায়গাটি। যে পরিমাণ আবর্জনা কন্টেইনারের মধ্যে থাকে তার দ্বিগুণ পরিমাণ আবর্জনা ডাস্টবিনের বাইরে থাকে।

 

এ সম্পর্কিত আরও খবর