শরীরের ১৮০০ স্প্লিন্টার এখনো যন্ত্রণা দেয় মাহবুবাকে

ঢাকা, জাতীয়

রেজা-উদ্-দৌলাহ প্রধান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 18:34:47

২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্থানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে গ্রেনেড হামলায় আহত হন সাভারের বাসিন্দা মাহবুবা পারভীন। বর্তমানে তার শরীরে ১৮০০ স্প্লিন্টারের বাসা। যখন অসহ্য যন্ত্রণা শুরু হয়, তখন তাকে ডাক্তার ও ওষুধের শরণাপন্ন হতে হয়।

জানা গেছে, মাহবুবা পারভীন সেই ২১ আগস্টের গ্রেনেড হামলার একজন প্রত্যক্ষদর্শী। সাভার থেকে এসে সেদিন যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে। অথচ শান্তি সমাবেশ থেকে তিনি পেয়েছিলেন নরক যন্ত্রণার অভিজ্ঞতা। সেদিনের গ্রেনেড হামলার বিকট শব্দে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে তার শরীরের একপাশ অচল হয়ে গিয়েছিল।

মাহবুবা পারভীন জানান, সেদিন তাকে কেউ দাঁড় করাতে পারেনি। পরে ব্যানারে জড়িয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। ২০০৪ সালে ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট সরকার। আর বিরোধীদল ছিল আওয়ামী লীগ। যদিও আওয়ামী লীগকে সে সময় কোণঠাসা করে রেখেছিল তৎকালীন সরকার। এমনকি মিছিল মিটিংয়েরও সুযোগ দিত না।

সেদিনের স্মৃতিচারণ করে মাহবুবা পারভীর বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিরোধীদের সমাবেশ, হরতাল, অনশন, অবরোধ করতে দেওয়া হচ্ছিল না। আমরা ট্রাকে মঞ্চ করে একটি সন্ত্রাসবিরোধী জনসভার আয়োজন করেছিলাম। সেই জনসভায় আমি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলাম। মঞ্চের পাশে এসে দাঁড়িয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘শীর্ষ নেতারা একের পর এক বক্তৃতা দিচ্ছিলেন। সবশেষে আমাদের নেত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি যখন বক্তব্য শেষে ‘জয় বাংলা’ বলে উঠলেন, ঠিক তখনই বিকট একটি আওয়াজ হয়। মুহূর্তে এলাকাটি অন্ধকার হয়ে যায়। বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে।’

স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জন্য জীবনের সব সুখ আনন্দ বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেন। কিন্তু পরবর্তীতে সেই স্বাধীন দেশের ষড়যন্ত্রকারীদের হাতেই তাকে প্রাণ দিতে হয়। সেই কষ্টের তুলনায় আমার কষ্ট কিছুই না।’

ডানে গ্রেনেড হামলায় আহত হয়ে পড়ে আছেন মাহবুবা পারভীন।

 

দেশের বাইরে থাকায় পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনকের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। আর সেই কারণেই ২০০৪ সালে ২১ আগস্ট সমাবেশে হামলা করা হয় বলে জানান মাহবুবা। তিনি বলেন, ‘১৫ আগস্ট যদি ষড়যন্ত্রকারীরা আমাদের দুই আপাকে হত্যা করতে পারত, তাহলে আর ২১ আগস্ট গ্রেনেড হামলা হতো না।’

তিনি আরও বলেন, ‘২১ আগস্ট হামলাকারীদের টার্গেট ছিল শেখ হাসিনা ও দলের কয়েকজন শীর্ষ নেতা। কারণ তাদের হত্যা করতে পারলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করা যেত। কিন্তু সৃষ্টিকর্তা সে উদ্দেশ্য সফল হতে দেননি।’

মাহবুবা পারভীন বলেন, ‘যখন যন্ত্রণা শুরু হয় তখন বঙ্গবন্ধু ও তার হত্যার কথা স্মরণ করি। তাছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনার দুই কানের পর্দা ফেটে ঝরঝর করে রক্ত ঝরেছিল। পরে তিনি নিজের চিকিৎসা বন্ধ রেখে আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। যন্ত্রণার সময় সেই কথাও স্মরণ করি। তবে মাঝে মাঝে যন্ত্রণার সময় আর বাঁচতে ইচ্ছে করে না। শুধুমাত্র নেত্রীর ভালোবাসায় বেঁচে আছি।’

তিনি আরও বলেন, ‘২০০৪ সাল থেকে প্রতিটি ঈদ আমার কাঁদতে কাঁদতে কেটেছে। কিন্তু যেদিন নেত্রী ডেকে বুকে জড়িয়ে ধরেন, সেই দিনটিই আমার কাছে ঈদ ঈদ মনে হয়।’

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট হামলার পর তদন্তকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে বিএনপি-জামায়াত সরকার। আর সেটিরও নেতৃত্ব দেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করেছেন। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তিতে হামলায় তারেক রহমানের সমর্থন থাকার প্রমাণ মেলে। আর অভিযোগ প্রমাণিত হাওয়ায় গত বছর ১৯ জনকে ফাঁসি, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে ১৮ জন দণ্ডপ্রাপ্ত আসামি এখনো পলাতক।

এ সম্পর্কিত আরও খবর