‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 20:15:06

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড নিউ তৃতীয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার (২২ আগস্ট)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেলা ১১টার দিকে উড়োজাহাজটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের দরবারে বিমানের মাধ্যমেই বাংলাদেশ পরিচিতি পাবে। তিনি এ সময় আমদানি-রফতানি বাড়াতে দুটি কার্গো উড়োজাহাজ কেনার কথা জানান।

গত ২৫ জুলাই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত গাঙচিল দেশে আসে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টি। সর্বশেষ (চতুর্থ) ড্রিমলাইনারটি বিমান বহরে যুক্ত হবে চলতি বছরের সেপ্টেম্বরে।

গাঙচিল-এ আসন সংখ্যা ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরমদায়কভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন। উড়োজাহাজটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধাসহ ইন্টারনেট ও ফোন কল করার সুবিধাও পাবেন। 

২০০৮ সালে বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ কিনতে চুক্তি করে। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর