পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 14:34:47

বজ্রপাতের আঘাতে দেশের পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে চারজন, বগুড়ায় তিনজন, জামালপুরে দুইজন, সিরাজগঞ্জে একজন এবং মানিকগঞ্জে একজন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর

দুপুরে ফরিদপুরের সালথা, নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে ঈদ্রিস আলীর স্ত্রী বাড়িতে রান্না করার সময় হাসি বেগম (৪৫) নামে এক নারী ও একই ইউপির বাতা গ্রামে সৌদি আরব প্রবাসী বিল্লাল মাতুব্বর (৪৭) ছেলেকে নিয়ে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সরদার মনিরুজ্জামান জানান, তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী কুমার নদে পাট ধোয়া ( পরিস্কার) করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এছাড়া জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো.বিল্লাল মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে তিন ভাই হঠাৎপাড়া এলাকার একটি খালের পানিতে পাট ধুচ্ছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হাফিজুর শরিফ ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে।

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের ডাকাতমারা চরে দুই জন এবং চর বাটিয়া গ্রামে একজন নিহত হন।

নিহতরা হচ্ছেন- ডাকাতমারা চরের আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮)। অন্যজন চর বাটিয়া গ্রামেন তহসিন আলীর ছেলে সুমন মিয়া (৩২)।

জানা গেছে, বিকেল ৪টার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে স্বামী-স্ত্রী আহত হন। একই সময়ে চরবাটিয়া গ্রামে মাঠে কাজ করার সময় সুমন মিয়া আহত হন। তাদেরকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে কুতুবপুর ইউনিয়নের ডেবডাঙ্গা এলাকায় বজ্রপাতে আব্দুল মমিনের মেয়ে নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানিয়া আকতার (১৫) এবং কালীতলা এলাকার তবিবর রহমানের ছেলে সুমন মিয়া (১৮) আহত হয়। আহতদেরকে সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাঠি ও চরগোলাবাড়ী নামাপাড়া গ্রামে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জোড়খালী ইউনিয়নের খিলকাঠি গ্রামের টিটু মিয়ার ছেলে সারোয়ার হোসেন (১৫) বজ্রপাতে নিহত হয়। সে বাড়ির পাশ্ববর্তী বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। অপরদিকে একই ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া গ্রামের গণি মিয়ার ছেলে রাসেল (২২) পাট ধুয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান।

সিরাজগঞ্জ

বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে বজ্রপাতের মো. ধুইতা সেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ধুইতা সেখ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরওয়ার লিটন জানান, বিকেলে ধুইতা শেখ নিজ কৃষি জমিতে আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী এলাকায় বজ্রপাতের আঘাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌহালী এলাকার নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গল চন্দ্র সরকার মৌহালী এলাকার লালু চন্দ্র সরকারের ছেলে।

মঙ্গল চন্দ্র সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে
জানান, দুপুরে কৃষি জমিতে কাজ শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর