আমাদের হেরিটেজ মৃতপ্রায় নয়: এইচ টি ইমাম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 06:36:29

বাংলাদেশ হেরিটেজ মৃতপ্রায় নয় বরং এটি দিন দিন আরও উন্নতি সাধন করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, 'আমি মনে করি না আমাদের ঐতিহ্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে বরং আমরা আগের চেয়ে গর্বিত৷ বিশ্বের বিভিন্ন স্থানে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আমরা সকলে গর্ব নিয়ে দাঁড়াই।'

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর হোটেল রেডিসন-উৎসব হলে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের ২য় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচটি ইমাম বলেন, 'আমাদের ক্রাফটস, হ্যান্ডি ক্রাফটস, হেরিটেজ আগের থেকেও সমৃদ্ধ হয়েছে। তাদের শুধু রূপান্তর হয়েছে তথ্য প্রযুক্তির দ্বারা। তথ্য প্রযুক্তি খাতে বর্তমান সরকারের উন্নয়নের ফলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিয়ত রূপান্তর করছে।'

বাংলাদেশের সংস্কৃতি দৃঢ় শক্তির ওপর দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'ইট ইজ নট ডিক্লাইনিং, ইট ইজ আপগ্রেডিং, লেট আস টেক ইট ফরোয়ার্ড।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজী নাবিল আহমেদ বলেন, 'পরিবর্তন ধ্রুবসত্য। যতবেশি পরিবর্তন হবে ততবেশি আমরা সমৃদ্ধ হব। একটা সময় আমরা ফোক মিউজিক এক ফরম্যাটে শুনতাম এখন সেই ফোক মিউজিক বিভিন্ন ব্যান্ড এখন ভিন্নভাবেই আমাদের কাছে পরিবেশন করছে। আমিও মনে করি আমাদের হেরিটেজ ক্ষয়িষ্ণু নয়, বরং বর্তমান সরকারের অধীনে এটি আরও উন্নত হচ্ছে।'

স্বাগত বক্তব্যে বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টুটলি রহমান বলেন, 'মৃতপ্রায় তাঁতশিল্পকে জাগিয়ে তোলার স্বপ্ন নিয়ে আমি শুরু করেছিলাম হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশন। আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞ।'

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া, হেরিটেজ ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মনজুর কাদের, ডলি ইকবালসহ আরও অনেকে।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী উৎসবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, মসলিনের মতো তাঁত পণ্যসহ কারুশিল্প পণ্য প্রদর্শিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাদ্য সামগ্রী ঢাকাই পনির, বাকরখানি, পিঠা প্রদর্শনী হয়।

এ সম্পর্কিত আরও খবর