গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 23:01:49

ঢাকা ও এর আশাপাশের কারখানার শ্রমিকদের মজুরি কেন্দ্রিক আন্দোলনের সময় দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে এ দাবি করেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির পক্ষ থেকে সভাপতি আমিরুল হক আমিন বলেন, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই তিন মাসে আন্দোলনকে কেন্দ্র করে ৭ হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে ৩৮টি মামালা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, একই সময়ে ১০৪টি কারখানা থেকে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই সময়ে গ্রেফতার হওয়া ৭৫ জন শ্রমিক জামিন পেলও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সব শ্রমিকের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাই।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর