'ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনগণকেও এগিয়ে আসতে হবে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 07:52:58

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।        

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।        

"শুধু সরকারি প্রচেষ্টা নয় জনসচেনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে" শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।  

এডিস মশা নিধনে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অতীতে ম্যালেরিয়া বা কলেরার প্রাদুর্ভাব যেভাবে কমে এসেছে তেমনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর প্রকোপও কমে আসবে বলে আশা করি।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী প্রতিযোগীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর