‘শুধু বাংলাদেশেই সব ধর্মের উৎসবে সরকারি ছুটি হয়’

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-23 14:57:52

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের বিভিন্ন উৎসবে সরকারিভাবে ছুটি দেওয়া হয়। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এর সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ধরে রেখেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর সার্বজনীন দুর্গা মন্দিরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জন্মাষ্টমী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ধরে রাখার জন্য শেখ হাসিনার ওপর বাববার হামলা করা হয়েছে। আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা ভুলিনি। সেদিন শেখ হাসিনাকে হত্যা করতে না পারলেও অনেক নিরীহ মানুষকে খুন করা হয়েছিল। এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণকমল পাণ্ডের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর