‘সামাজিক মাধ্যমে ধর্মীয় উস্কানি সহ্য করা হবে না’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 01:07:16

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশ ধর্মীয় শৃঙ্খলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সচেতন। তাই কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় কোনো উস্কানিমমূলক পোস্ট দেওয়ার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ। আর যদি কেউ সে চেষ্টা করেন তবে জেনে রাখুন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।’

তিনি আরও বলেন, ‘কোনো উস্কানিমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে সঙ্গে সঙ্গে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসবে। কেউ সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় উস্কানিমূলক পোস্ট সহ্য করা হবে না। গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করছে। এতে কেনো বিশৃঙ্খলা ঘটেনি। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে। তাই কেউ যদি ধর্মকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করে তবে তা সহ্য করা হবে না। কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি কিছু দিন আগে ভারত সফরে গিয়েছিলাম। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেশ প্রশংসা করেছেন। বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে রোল মডেল। কাজেই আমরা সকলে মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর