উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে জামালপুরের ডিসির: প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:02:25

গোপন ভিডিও প্রকাশের ঘটনায় ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবিরের বিরুদ্ধে উদাহরণ সৃষ্টির হওয়ার মতো শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তার সর্বোচ্চ শাস্তি কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো শাস্তি হবে। চাকরির বিধান অনুযায়ী তার শাস্তি হবে। আমরা আশা করি, দ্রুত সিদ্ধান্ত নিতে পারব। আমরা তদন্ত কমিটি করে দেব। কমিটি সব বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে। আশা করি অল্পদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া যাবে।'

কিছুদিন আগে তার পাওয়া ওই ডিসির শুদ্ধাচার সার্টিফিকেট প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'তার সার্টিফিকেট অবশ্যই প্রত্যাহার করা হবে। অনেকের দৃষ্টিগোচর হয়েছে, এটা অনৈতিক কর্মকাণ্ড। একজন ডিসি তার দায়-দায়িত্ব থেকে সরে গিয়ে তার একটি অনৈতিক কর্মকাণ্ড যখন দেখেছি তখন তড়িৎ সিদ্ধান্ত নিয়েছি তার বিষয়ে। শুক্র ও শনিবারের দুই দিনের ছুটির পরে আজকেই আমরা তাকে ওএসডি করেছি।'

তার খাস রুমে সিসি টিভি লাগানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'তার এমন কক্ষে সিসি টিভি যেমন থাকার কথা নয় তেমনই এমন অনৈতিক কর্মকাণ্ডও তো করার কথা নয়। একজন ডিসিকে বিশেষ ধরনের এথিক্স অনুযায়ী চলতে হয়। একটি জেলার প্রধান কর্মকর্তা হিসেবে তার কাছ থেকে উন্নত চরিত্রই সব মানুষ প্রত্যাশা করবে। কিন্তু যেটা তিনি করেছেন, তার জন্য আমরা বিষয়টি তদন্ত করে দেখব, কী থাকার কথা আর কী থাকার কথা নয় সব বিষয় বিবেচনা রেখেই তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করব।'

এই ঘটনার পর থেকে কর্মকর্তাদের পার্সোনাল রুম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, 'আসলে এই ঘটনাটি আমাদেরকে আগামীতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছে। ফলে আগামীতে এসব বিষয়ে পরিচ্ছন্নতা আনতে চেষ্টা করব।'

তিনি বলেন, 'আগামীতে কোনো কর্মকর্তাকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রেও চারিত্রিক বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই এসব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগ দেব। আর ঐ নারীও যদি সরকারি চাকুরে কেউ হয় তাহলে তাদের উভয়েরই বিষয়ে শাস্তির ব্যবস্থা হবে।'

আরও পড়ুন: ওএসডি হলেন জামালপুরের ডিসি

আরও পড়ুন: জামালপুরের নতুন ডিসি এনামুল হক

এ সম্পর্কিত আরও খবর