মশার সংখ্যা কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-10 07:01:47

ডেঙ্গুর বর্তমান অবস্থা তুলনামূলক ভালো উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মশার সংখ্যা কমে গেলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে। ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি এখন ভাল মনে করছি।’

রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নাক-কান-গলা ইনস্টিটিউটের সিটি স্ক্যান ও এমআরআই মেশিন উদ্বোধন অনুষ্ঠান শেষে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। ফলে ডেঙ্গু পরিস্থিতি কমে এসেছে। জনসাধারণের সচেতনতার ফলে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ কমেছে। মশার উপদ্রব কমে গেছে। তাই রোগীর সংখ্যাও কমে গেছে। আমাদের সিটি করপোরেশন কাজ করছে। মশা মারার নতুন ওষুধ নিয়ে এসেছে তা নিয়মিত ছিটানো হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।’

আরও পড়ুন: এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের জেল জরিমানা

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জাহিদ মালেক বলেন, ‘আপনারা জানেন সবচেয়ে বেশি ২৪০০ মতো রোগী ভর্তি ছিল। আজকে স্বাস্থ্য অধিদফতরের একটা তথ্য আমার হাতে এসেছে। যেখানে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১২৯৯ জন অর্থাৎ রোগী ভর্তি অর্ধেকে নেমে এসেছে। তবে সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বৃষ্টি যদি এভাবে কমতে থাকে তাহলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবেনা। যখন মশার লার্ভা জন্মাতে পারবেনা, তখন মশার সংখ্যা কমে যাবে এবং রোগীর সংখ্যাও কমে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন থেকে ঈদের ছুটিতে মানুষ গ্রামে গেল জেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছিল। তবে তারা ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে গিয়েছিল। তবে জেলাগুলোতে এখন ডেঙ্গু রোগীর চাপ সেরকম নেই। অনেক জেলায় ডেঙ্গু রোগী ভর্তি একেবারেই নেই। তবে আমাদের চিকিৎসা ব্যবস্থা পুরোদমে চালিয়ে যাব। যতক্ষণ রোগী আছে ততক্ষণ পর্যন্ত এভাবেই চলতে থাকবে আমাদের সেবা।'

নকশা গ্রাম সম্পর্কে জানতে পড়ুন: টিকইল: দ্যা আলপনা ভিলেজ 

এরআগে স্বাস্থ্যমন্ত্রী নাক-কান-গলা ইনস্টিটিউটের নতুন দুটি সিটি স্ক্যান ও এমআরআই মেশিন উদ্বোধন করেন। এর ফলে নাক-কান-গলা ইনস্টিটিউটে জনগণ ভালো সেবা নিতে পারবেন। যেহেতু এটি একটি ইনস্টিটিউট এখানে ডাক্তার-নার্সদের এই ব্যাপারে প্রশিক্ষণও দেওয়া হবে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর