তৃতীয় দফায় পেছাল সাংবাদিক শিমুল হত্যার চার্জগঠন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-06 13:49:32

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারকাজ চলছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর গত ৮ আগস্ট চার্জ শুনানির দিন ধার্য করেছিলেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ- কৃত্রিমভাবে বিভিন্ন ঘটনা ঘটিয়ে চার্জগঠন পেছানোর জন্য বার বার আবেদন করছে আসামি পক্ষ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে আসামি পক্ষের আবেদনে তৃতীয় দফায় মামলার চার্জগঠন শুনানি পেছানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ঐ মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন আদালতের বিচারক অনুপ কুমার। তবে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. এন্তাজুল হক বাবু বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গত ৮ আগস্ট প্রথম চার্জগঠনের দিন ধার্য ছিল। পরে দ্বিতীয় দিনে ১৮ আগস্ট ও তৃতীয় দফায় ২৫ আগস্ট শুনানির দিন ধার্য ছিল। মামলার চার্জগঠন হলে গেলে ১৩৫ কর্মদিবসের মধ্যে বিচার কাজ শেষ হয়ে যাবে। আসামি পক্ষের কাছে মামলা থেকে বাঁচার কোনো উপায় না থাকায় তারা বিভিন্ন বাহানা বানাচ্ছেন।’

তিনি বলেন, ‘১৮ আগস্টের দিনে আসামিপক্ষ বলেছিল- মামলার ৯ নম্বর আসামি কালু চাঁপাইনবাবগঞ্জে ১৫১ ধারায় আটক হয়েছেন। এজন্য চার্জ গঠনের তারিখ পেছানোর দাবি করেন। এবার তারা মামলার ১৪ নম্বর আসামি সাহেব আলী ৩৪ ধারায় পাবনার ফরিদপুর থানায় গ্রেফতার হয়েছেন বলে চার্জ গঠনের তারিখ পেছানোর আবেদন করেন।’

অ্যাড. বাবু আরও বলেন, ‘১৫১ কিংবা ৩৪ ধারা, গ্রেফতার দেখানোর মতো কোনো ধারা নয়। ৩৪ ধারা মাতলামোর ধারা। সামান্য কিছু জরিমানা করেই এ ধারা থেকে অব্যাহতি পাওয়া যায়। তবে প্রধান আসামির অনুসারীরা কৌশলে মামলাটির চার্জগঠনে বিলম্ব করার জন্য কৃত্রিমভাবে বার বার এসব ঘটনা সংগঠিত করছে। তারা টাকার বিনিময়ে এসব মামুলি ধারায় পুলিশকে দিয়ে অন্য আসামিদের গ্রেফতার দেখাচ্ছেন। ফলে তারা আদালতে হাজির না হওয়ায় আসামি পক্ষের আইনজীবীরা দিন পেছানোর সুযোগ পাচ্ছেন।‘

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাড. একরামুল হক বলেন, ‘কৃত্রিমভাবে ঘটনা ঘটানো হচ্ছে- বিষয়টি সঠিক নয়। অন্য আসামিরা যদি আদালতে হাজির না হন, তবে স্বাভাবিকভাবে তাদেরকে হাজির করে শুনানির দিন ধার্য করার জন্য আবেদন করব।’

আদালতে বিচারক পাবনার ফরিদপুর থানায় আটক আসামি সাহেব আলীকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন। উচ্চ আদালত থেকে জামিনে থাকা অন্য ৩৬ আসামির জামিন বহাল রাখেন।

এ সম্পর্কিত আরও খবর