এডিসের লার্ভা পাওয়ায় কনকর্ড টুইন টাওয়ারসহ ৬ বাসায় জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 15:29:21

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় চামেলিবাগের কনকর্ড টুইন টাওয়ারসহ ৬টি হোল্ডিংকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুইজনকে একদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে মোট ১৯৮টি বাড়ি ইন্সপেকশন করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২ জনকে কারাদণ্ড, ৫ জন বাড়ির মালিককে সতর্ক করা এবং চামেলিবাগের কনকর্ড টুইন টাওয়ারসহ মোট ৬টি হোল্ডিং হতে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে সায়েন্স ল্যাব মিরপুর রোডের ২টি হোল্ডিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ জনকে ১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ শান্তিনগরের টুইন টাওয়ারে এডিস মশার লার্ভা ও পানি জমে থাকার কারণে ৩০ হাজার টাকা এবং যাত্রাবাড়ি এলাকার ৫টি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৬হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত মোবাইল কোর্ট।

সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোডের হোল্ডিং নং ৪৩ এর মো: সাজু (৪৫) কে এবং হোল্ডিং নং ৪৪ এর মো. নজরুল ইসলাম (৩০)কে একদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া তিনি ৪৩টি বাড়ি ইন্সপেকশন করেছেন ।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান শান্তিনগরের চামেলিবাগ টুইন কনকর্ড টাওয়ারে এডিস মশার লার্ভা ও জমে থাকা পানির কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলি ৩০টি বাড়ি পরিদর্শন করেছেন তবে এডিস মশার লার্ভা পাননি। অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ৩৪, ৩৫ এবং ৩৬ ওয়ার্ডের ৬০টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে ৫টি বাড়ির মালিককে অপরিচ্ছন্ন পরিবেশে পাওয়ায় সতর্ক করে দিয়েছেন।

অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ যাত্রাবাড়ি এলাকার ৩৯, ৪০ এবং ৫০ নং ওয়ার্ডের মোট ৬৫টি বাড়ি পরিদর্শন করেছেন। এরমধ্যে ৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ বাড়ির মালিক থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

মেয়র সাঈদ খোকন কর্তৃক এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে টার্গেট ধরে গৃহীত ডিএসসিসির ব্যাপক ও বিস্তারিত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট ৭৫ হাজার ২৪৩টি বাড়ি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে কারাদণ্ড প্রদান করাসহ ১৬ জন বাড়ির মালিককে সতর্ককরণ এবং ৩১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর