কারাগারের প্রাচীর টপকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়ন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-24 04:25:42

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রাচীর টপকে উমর কিসকু নামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক কয়েদির পলায়নের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেফতার করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ।

উমর কিসকু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলাদীঘিপাড় এলাকার শাহেদ কিসকুর ছেলে। মরিয়ম নামে এক শিক্ষিকাকে হত্যার দায়ে ২০১১ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১২ সালের শুরু থেকে উমর রাজশাহী কারাগারে রয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘সকাল ১০টার দিকে কয়েদি উমর পালিয়ে যায়। সোয়া ১০টার দিকে কারা কর্তৃপক্ষ আমাদেরকে বিষয়টি জানায়। পরে তাকে গ্রেফতারে নগরীর বিভিন্ন থানায় অ্যালার্ট করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

ওসি বলেন, ‘গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উমর জানিয়েছে- পরিবারের সঙ্গে দেখা করতে তিনি প্রাচীর টপকে পালিয়েছেন। কারাগার থেকে বের হয়েই বাস ধরে গোদাগাড়ীতে নিজ এলাকায় যাওয়ার চেষ্টা করছিল সে। তাকে সন্ধ্যায় কারাগারে প্রেরণ করা হয়েছে।’

রাজশাহী কারাগারের ডিআইজি আলতাব হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ওই কয়েদি প্রাচীর টপকে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা এখনও তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর