এডিসের লার্ভা নিধনে ৮০ হাজার বাড়ি পরিদর্শন ডিএসসিসির

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 18:53:45

এডিস মশার লার্ভা নিধনে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫টি মোবাইল কোর্ট নগরীর বিভিন্ন এলাকার ১৪১টি বাড়ি পরিদর্শন করেছেন এবং এডিস মশার লার্ভা ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় মোট এক লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫টি মোবাইল কোর্ট নগরীর বিভিন্ন এলাকার ১৪১টি বাড়ি পরিদর্শন করেছেন এবং এডিস মশার লার্ভা ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় মোট এক লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

এ পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে মোট ৮০ হাজার ৫০০ হোল্ডিং এ এডিস মশার লার্ভা নিধনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জনকে কারাদণ্ড প্রদান এবং ৩৩ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ১নং রোডের ৯/এ নং হোল্ডিং এ অবস্থিত সেন্ট্রি সিকিউরিটিজ লিমিটেডে ফেলে রাখা পরিত্যক্ত টায়ারে প্রচুর লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা এবং ৪৭টি টায়ার বাজেয়াপ্ত করেন। তিনি এ এলাকার ৩৫টি বাড়ি ইন্সপেকশন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসাইন ৪২নং ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে ৩টিতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ৫৭নং ওয়ার্ডে লার্ভা নিধনে অভিযান চালিয়ে ৩০টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে ২টি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল হক ৭ এবং ৪৯নং ওয়ার্ডের মোট ৩২টি বাড়ি পরিদর্শন করেন। এর মধ্যে ৩টিতে লার্ভা পাওয়ায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৮নং ওয়ার্ডের ২০টি বাড়িতে ইন্সপেকশন করেছেন তবে কোন লার্ভা পাননি।

এ সম্পর্কিত আরও খবর