‘নজরুলের লেখা যতই পড়ি, ততই তাঁর প্রেমে পড়ি’

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 10:15:40

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমাদের জাতীয় কবির মতো এতো গান রচনা করেছেন, বিশ্বে এমন আর কোনো কবি আছে বলে আমার জানা নেই। তিনি বিশ্ব কবিকে শ্রদ্ধা ও সম্মান করতেন কিন্তু তার লেখাকে কখনো অনুসরণ করেননি। কবি নজরুল ছিলেন একজন স্বতন্ত্র কবি। আমি তাঁর লেখা যতই পড়ি, ততই তাঁর প্রেমে পড়ি।’

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা লালন করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। তাঁর জীবন শিক্ষা থেকেই আমরা সব পেতে পারি। সেজন্যেই নজরুলকে ভালোবাসতে হবে এবং তাকে নিয়ে গবেষণা করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কবির জীবন ও কর্মের ওপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৫ আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্মারক বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ও ভারতের বঙ্গীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি বলেন, ‘কবি নজরুলের প্রতিটি লেখায় জেগে ওঠার আহ্বান রয়েছে। তিনি বাংলা ভাষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কবির লেখাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাঁর লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।’

সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রশিদুন্নবী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আহমেদুল বারী প্রমুখ।

এর আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের নেতৃত্বে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর