কেটে ফেলতে হলো বিআইডব্লিউটিএর নারী কর্মকর্তার পা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:55:27

বাস চাপায় বিআইডব্লিউটিএর নারী কর্মকর্তা কৃষ্ণার পা কেটে ফেলতে হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) অপারেশনের পর চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন।

কৃষ্ণার স্বামী রাধেশ্যাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকরা কৃষ্ণার জীবন বাঁচাতে তার বাম পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। আমরা অনুমতি দিয়েছি।’

এর আগে দুপুরে বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি গাড়ি ব্রেক ফেল করে ফুটপাতে উঠে যায়। এতে বিআইডব্লিউটিএর ওই নারী কর্মকর্তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: বাস চাপায় বিআইডব্লিউটিএ'র নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন

বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খায়রুল আলম।

সে সময় হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ওই নারীর বাম পায়ের হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে অপনারেশন করা হবে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, কারওয়ান বাজার অফিস থেকে ওই নারী ফুটপাত দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় ওই বেপরোয়া বাসটি (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। ব্রেক ফেল হাওয়া নিয়ন্ত্রণহীন বাসটির একটা চাকা তার পায়ের ওপর উঠে যায়।

এ ঘটনায় এখনো ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর