টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 03:50:18

গণমাধ্যমকর্মী আইন হলে সেটির আলোকে টেলিভিশনে যারা সাংবাদিকতা করছেন, তাদের জন্য নতুন নীতিমালা করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনটি এখন তথ্য মন্ত্রণালয়ে আছে, সেটা কেবিনেটে তোলা হবে। এটা কেবিনেট থেকে ভেটিংয়ের মাধ্যমে পার্লামেন্টে পাশ হবে।’

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন দ্রুতই পার্লামেন্টে নিয়ে পাশ করতে পারব। তবে একটি আইন তৈরি করা সহজ কাজ নয়। তারপরও গণমাধ্যম সংক্রান্ত আইন আরও একটু স্পর্শকাতর, ফলে এটাতে একটু সময় লাগছে।’

তিনি বলেন, ‘সম্প্রচার আইন পাশ হলে একটি সম্প্রচার কমিশনও হবে। তখন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে।’

সম্প্রচারে শৃঙ্খলা রাখতে যেকোনো সময় মোবাইল কোর্ট পরিচালিত হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সম্প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। আগে অনুমোদনের ভিত্তিতে সিরিয়ালি বাংলাদেশি চ্যানেলগুলো প্রচার করা হতো না, এখন সেটা হচ্ছে। আমরা এক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এ সেক্টরে মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ করা হয়নি। ভবিষ্যতেও তা পরিচালনা করা হতে পারে।’

হাছান মাহমুদ বলেন, ‘মোবাইল কোর্ট ঘোষণা দিয়ে পরিচালনা করব না। যখন প্রয়োজন পড়বে, তখন তা পরিচালনা করা হবে। যারাই সম্প্রচার সংক্রান্ত আইন অমান্য করবে, দেশের স্বার্থ বিকৃত করবে এবং টেলিভশন সংক্রান্ত স্বার্থ বিঘ্নিত করা হলে সেখানে আইন প্রয়োগ করা হবে।’

'টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা সংক্রান্ত যে সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে কারণ বাংলাদেশের বিজ্ঞাপনগুলো বিদেশি চ্যানেলে চলে যাচ্ছিল। সেটা আমরা বন্ধ করেছি। এটা যাতে পুরোপুরিভাবে বন্ধ হয় সেজন্য কাজ চলছে।'

তিনি আরও বলেন, ‘সম্প্রচারের ক্ষেত্রে ডিজিটালাইজ করতে হবে, সেজন্য প্রয়োজনে একটি টাস্কফোর্স গঠন করব। সম্প্রচারের ক্ষেত্রে সারাদেশে যদি ডিজিটালাইজড হয়, তাহলে এখন যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে সেটা ঠিক থাকবে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে।’

এ সম্পর্কিত আরও খবর