গাবতলী টার্মিনালে অবৈধ দোকান থাকবে না: মেয়র আতিকুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 01:31:00

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'গাবতলী বাস টার্মিনালের ভেতর অনেক অবৈধ দোকান ও খাবারের হোটেল রয়েছে, যেগুলোর ময়লা-আবর্জনা বাস টার্মিনালের পেছনের দিকে ফেলে ময়লার স্তূপ করেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, গাবতলি বাস টার্মিনালের ভেতরে কোনো ধরনের অবৈধ দোকান থাকবে না।’

বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

আতিকুল ইসলাম বলেন, 'বাস টার্মিনালের পেছনের দিকে ময়লার স্তুপ রয়েছে। এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি টার্মিনালের যেসব দোকান ও খাবারের হোটেল রয়েছে, এগুলোর ময়লা আবর্জনা ফেলে এই ময়লার স্তুপ করা হয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি টার্মিনালের ভেতর কোনো ধরনের অবৈধ দোকান, খাবারের হোটেল থাকবে না। আগামী দুই-তিন দিনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন।’

সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতকে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'মন্ত্রীর বাসায় মশক নিধন টিম ঢুকতে না পারা অত্যন্ত দু:খজনক। আমরা সকল নাগরিক কিন্তু সমান। এই কাজে আমরা সকলের সহযোগিতা চাই। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাই সচেতন না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন।’

এ সময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুক হক বলেন, ‘অতি শীঘ্রই বাস টার্মিনাল থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। স্থানীয় পর্যায়ের কোনো নেতা এর সঙ্গে জড়িত থাকলে কেউ ছাড় পাবে না।’

এ সম্পর্কিত আরও খবর