রোহিঙ্গা সংকট নিরসনে গঠনমূলক ভূমিকায় থাকবে চীন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 01:56:05

রোহিঙ্গা সংকট নিরসনে চীন আরও গঠনমূলক ভূমিকা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।

তিনি জানান, তারা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের উপায় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, '২২ আগস্ট সমস্ত প্রস্তুতি সত্ত্বেও, কোনো রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরত যায়নি। কারণ তারা স্বেচ্ছায় যেতে নিরাপদ মনে না করায় কর্তৃপক্ষ প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য করেছিল।'

বৈঠক সূত্রে জানা গেছে, প্রত্যাবাসনের সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমার এক সঙ্গে কাজ করার বিষয়ে নতুন কৌশল বের করার জন্য উপায় বের করবে বলে আলোচনা হয়।

উল্লেখ্য, ২২ আগস্ট প্রত্যাবাসন প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে তিন হাজার ৫৪০ জন রোহিঙ্গার একটি দল বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রোহিঙ্গারা মিয়ানমার যেতে অপারগতা দেখায়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর নির্ধারিত সময়ে রোহিঙ্গাদের প্রতিবাদে প্রত্যাবাসন শুরু করতে পারেনি বাংলাদেশ। সে-সময় উখিয়ার ঘুমধুম ও টেকনাফের নাফ নদী তীরে কেরুণতলী (নয়াপাড়া) প্রত্যাবাসন ঘাট নির্মাণ হয়েছিল।

আরও পড়ুন: কেন আলোর মুখ দেখছে না রোহিঙ্গাদের নিয়ে নেয়া সিদ্ধান্তগুলো?

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে চলছে প্রস্তুতি!

আরও পড়ুন: স্থল পথে হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও খবর