এডিসের লার্ভা পাওয়ায় ৪ বাড়িওয়ালাকে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-17 17:42:49

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর ৪ বাড়িওয়ালাকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডেঙ্গু মশার লার্ভা নিধনে ডিএসসিসি’র ৫টি মোবাইল টিম ৭টি ওয়ার্ডের মোট ১০৫টি বাড়ি সরেজমিন পরিদর্শন করে। এর মধ্যে খিলগাঁ সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাপনা রয়েছে।

অভিযানকালে ৪টি বাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি ১৯ ও ২০ ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪ নং ওয়ার্ডের ১৫টি বাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ১ নং ওয়ার্ডের ১১টি বাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৬ নং ওয়ার্ডের ২০টি বাড়ি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ ৪৬ ও ৫৪ নং ওয়ার্ডের মোট ৩৫টি বাড়ি পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেটরা বাড়ির মালিকসহ নাগরিকদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করেন এবং বাড়ি/অফিস /শিক্ষাঙ্গনসহ কোন স্থানেই যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর