মালয়েশিয়ায় অস্ত্র সরবরাহকারী ১ বাংলাদেশি আটক

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-25 20:00:52

 

 ঢাকা: মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বাংলাদেশি সেই দেশে একটি রেস্টুরেন্টের মালিক। তিনি বিদেশি জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ করতেন।  

 গত মার্চের ২৭ তারিখ থেকে ৯ মে পর্যন্ত বিশেষ অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ১৫ জনকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। 

 দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ফুজি হারুন শুক্রবার (জুন ১, ২০১৮) এই তথ্য প্রকাশ করেন। 

 আটককৃতদের মধ্যে ১৭ বছরের একজন বালক রয়েছে যে ইসলামিক স্টেটের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। কুয়ালালামপুরে চার্চ, বিনোদন কেন্দ্র এবং হিন্দু মন্দিরে আক্রমনের পরিকল্পনা করছিলেন তিনি। ওই ছাত্র ৬ টি পেট্রোল বোমা বানিয়ে ১ টি পরীক্ষাও করেছেন।

 এই ১৫ জনের মধ্যে একজন ৫১ বছর বয়সী বয়স্ক গৃহকর্তীও রয়েছেন। যিনি গত নির্বাচনের দিন গাড়ি চালিয়ে একটি ভোটকেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানায়। 

 আটক হওয়া বাংলাদেশি সর্ম্পকে ফুজি হারুন বলেন, বাংলাদেশি ওই ব্যক্তি একটি রেস্টুরেন্টের মালিক। তিনি বিদেশে অবস্থানরত জঙ্গিদের জন্যে অস্ত্র পাচার করতেন। 

 এছাড়াও ফিলিপিনো এবং আফ্রিকার নাগরিকরাও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছেন তিনি। 

 মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়ায় জঙ্গি উত্থান ঠেকাতে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযানে প্রায় শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

 

 

এ সম্পর্কিত আরও খবর