‘আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 11:32:12

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, 'দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না। এটা সমাজ থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করার জন্য কাজ করছি।'

শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া কনফারেন্স হলে নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মশিউর রহমান খান।

সেবা খাতে সংশ্লিষ্ট সংস্থা বা বিভাগের সমন্বয়হীনতার প্রশ্নে মন্ত্রী বলেন, 'আমাদের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ছে এবং সমন্বয় কোথায় কোথায় করা দরকার এটাও আমরা জেনেছি। সমন্বয়তো প্রতিদিন নতুন করে প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমাদের সক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের মধ্যে সমন্বয় নেই, আমিতো সমন্বয়হীনতার কিছু দেখি না। উত্তরের মশার ওষুধ দক্ষিণ সিটি ভাগ করে নিচ্ছে। তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করছে। তবে কোথায় কোথায় সমন্বয় নেই, কে কথা শুনছে না, সেটা সুনির্দিষ্ট করে দেখিয়ে দিলে খতিয়ে দেখা হবে।'

তিনি বলেন, 'আমিতো সমন্বয়হীনতার অভাব দেখি না। তাছাড়া দুইজন মানুষতো দুইরকমের চিন্তার হবে। সবার কথাতো এক হতে পারে না, কিন্তু আমরা এডজাস্ট করব। সমন্বয় একটা ধারাবাহিক প্রক্রিয়া।'

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল কি না এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'এখানে আউট ট্র্যাকে কথা বলা যাবে না। আমরা সবাই মিলে কাজ করছি। আমিও করেছি, মেয়ররাও করেছে, কাউন্সিলরাও করেছে এবং সেখানে সমর্থ অনুযায়ী নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এ কথা বলা যাবে না, সফল। সফল তখনই বলতে পারতাম, একজন মানুষও যদি আক্রান্ত না হত, একজন মানুষও যদি ক্ষতিগ্রস্ত না হত। আমিতো এ দাবি করব না সফল। আমিও মানুষ। মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে কাজ করছি। এখন শত চেষ্টা করার পরেও সেটার সফলতা না আসে, কী করে দাবি করব শতভাগ সফল হয়ে গেছি।'

মন্ত্রী বলেন, 'আমি আসলে ওইভাবে দেখি না। সিটি করপোরেশন হয়তো নির্বাহী দায়িত্ব পালন করেছে। আমি জানি, এমপিরা কাজ করেছেন, এখন কোথায় করেন নাই সেটা বলতে পারব না।'

ডুরা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, স্থপতি ইকবাল হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, বিআইপি সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর