৬৩ হাজার বাড়ি পরিদর্শন, ১৩৭৮ বাড়িতে এডিসের লার্ভা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-19 17:42:38

এডিস মশা নির্মূলে বাড়ি বাড়ি চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ টিম। অভিযানে গত ২৫ আগস্ট থেকে ৬দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৬৩ হাজার ২৭৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৭৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়।

শুক্রবার (৩০ আগস্ট) এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানের ষষ্ঠ দিনে ডিএনসিসি’র ৩৬টি ওয়ার্ডে ১১ হাজার ৪৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৫৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়।

লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এ ছাড়া ৬ হাজার ৮১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান ও জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এ সকল স্থান ধ্বংস করা হয়। প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরগণ ‘চিরুনি অভিযান’ সক্রিয়ভাবে তত্বাবধান করছেন।

এ ছাড়া ৩৩ হাজার ৫৬৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায় এডিস মশা নির্মূলে ডিএনসিসির 'চিরুনি অভিযান' অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর