মেয়াদের শেষ বাজেট দেবেন মেয়র খোকন

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 09:16:34

চলতি অর্থ বছরের জন্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. সাঈদ খোকন। এটিই হবে তার চলতি মেয়াদের শেষ বাজেট।

যেহেতু আগামী বছরের শুরুতে তার পাঁচ বছর পূর্ণ হচ্ছে। তখন নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই এটিই হবে মেয়র হিসেবে তার শেষ বাজেট ঘোষণা। চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রায় ৩৫০০ কোটি টাকার বাজেট ঘোষণা হতে পারে।

রোববার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে তিনি বাজেট ঘোষণা করবেন। এ বছর বেশি বরাদ্দ থাকছে মশা নিধনে। এরই মধ্যে নতুন ওষুধ আমদানি ও মশা নিয়ন্ত্রণে অনেক ব্যয় হয়েছে। এ বছরও রাজস্ব আয় দুই হাজার কোটি টাকার ওপরে ধরা হয়েছে বলে জানা গেছে।

গত অর্থ বছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটের আকার ছিল তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকা। বাজেট পেশ করার আগে ডিএসসিসির কাউন্সিলরদের ভোটে পাস করা হয়। বাজেটের এ অর্থ নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে ব্যয় করা হবে।

এ সম্পর্কিত আরও খবর