রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার: পরাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-13 20:08:36

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা ১৩৯ টি এনজিও এর মধ্যে অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ৪১ এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট)সকালে সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারা।

এ সম্পর্কিত আরও খবর