মমেকে কমছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ৮

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-27 17:42:37

ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।

শনিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮ জন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান সেলিম জানান, গত ২৪ জুলাই থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৫৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১৬৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ জন রোগীর।

এদিকে, নগরীতে মশা নিধনের সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

এ সম্পর্কিত আরও খবর