রোহিঙ্গাদের নিয়ে তথ্যচিত্র বানিয়ে বিশ্বে ছড়িয়ে দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 23:57:44

রোহিঙ্গাদের নিয়ে তথ্যচিত্র বানিয়ে বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার (৩১ আগস্ট) মুক্তিযুদ্ধ জাদুঘরে 'ঢাকা ডক ল্যাব' শিরোনামে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাদের নিয়ে অনেক সৃষ্টিশীল তথ্যচিত্র হতে পারে যখন তা গোটা বিশ্ব দেখবে। যাতে গোটা বিশ্ব ঘৃণা থেকে মুক্ত হয় ও সহনশীলতা আবহ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, পররাষ্ট্রনীতিতে আমরা মানুষে মানুষে সম্পর্ক তৈরি করার কাজ করে যাচ্ছি। এ সম্পর্ক ছিল বলেই ১৯৭১ সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে সমর্থন করেছিল। বিশ্বে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল বলেই আমরা স্বাধীনতায় সমর্থন পেয়েছি।

'ঢাকা ডক ল্যাব' শিরোনামে তৃতীয়বারের মতো এ কর্মশালার (২৬-৩১ আগস্ট) আয়োজন করেছে ঢাকা ইন্ডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্ক।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেক এমন একটি আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ, ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ।

এবারের তথ্যচিত্র নির্মাণের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কৃষ্ণ কলি ইসলাম, দ্বিতীয় পুরস্কার ভুটানের পেয়েছেন অরুণ ভাট্টরী। এবং ভুটানের চলচ্চিত্র 'গ্রুস ন্যাশনাল হ্যাপিনেস' শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ১৫ লাখ টাকার পুরস্কার জিতে নেয়।

এ সম্পর্কিত আরও খবর