পুলিশের ওপর হামলা পরীক্ষামূলক: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 15:47:23

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা পরীক্ষামূলক হামলা বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সম-সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ব্যাপারে জোর তদন্ত চলছে। আশা করি, পুলিশ এ চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে। এটা তাদের ছোট ধরনের ঘটনা নিয়ে টেস্ট কেস হতে পারে, বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য। এ বিষয়ে সতর্ক রয়েছে সব মহল।’

দেশ থেকে এখনো জঙ্গি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গি দমনে গোয়েন্দাদের রেকর্ড ভালো। তবে উন্নত প্রযুক্তি যদি অর্থাৎ রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি হামলা করে থাকে সে বিষয়ে গোয়েন্দারা এখনো অভিজ্ঞ হতে পারেননি। বড় ধরনের হামলা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক রয়েছে।’

স্থানীর সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়িতে হামলা ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, ‘ওই হামলার লক্ষ্য স্থানীয় সরকারমন্ত্রী ছিলেন না। তবে ভবিষ্যতে রাজনীতিকদের ওপর যে হামলা ঘটানো হবে না, তারও নিশ্চয়তা নেই।’

এ ঘটনার দায় আইএস স্বীকার করলেও তা মানতে রাজি নন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হামলাকারী চক্রটি আইএস’র নাম ব্যবহার করছে কিনা সে বিষয়ও খতিয়ে দেখছে গোয়েন্দা বাহিনী।’

আসামের ১৯ লাখ মানুষ নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা তাদের নিজস্ব বিষয়।’

এ সম্পর্কিত আরও খবর